একটিভ ফ্যামিলি

একটিভ ফ্যামিলি কী?

একটিভ মাল্টিমিডিয়া আইটি ইনষ্টিটিউট "একটিভ ফ্যামিলি" নামে একটি উদ্যোগ গ্রহন করেছেন। এটি আমাদের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। অর্থাৎ এর জন্য কোনো প্রকার অর্থের প্রয়োজন নেই। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে। আমরা সকলেই জানি, কোর্স করলে সুদক্ষ কাজ শেখা যায় কিন্তু বাস্তব জগতে তা প্রকাশ করা একটু সমস্যাকর। যদিও একটিভ মাল্টিমিডিয়া আইটি ইনষ্টিটিউট এর সকল কোর্স মডিউলগুলো বাস্তবিক বা পেশাদারী কাজের সাথে মিল রেখেই তৈরী করা হয়ে থাকে। কিন্তু কোর্স করা শেষে যদি তা প্রতিনিয়ত চর্চা না-ই করা হয় সেক্ষেত্রে যা শেখা হয়েছে তাও আমরা প্রায় ভুলে যাই। তাই আমরা আয়োজন করেছি "একটিভ ফ্যামিলি" এই উদ্যোগটি। এখানে শিক্ষার্থীদের নিজেদের কোর্স ভিত্তিক প্রাক্টিক্যাল বা বাস্তবমূখী কাজ চর্চায় রেখে, মেধাবী শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য মডিউলের বাহিরের প্রজেক্টগুলো খুজে বের করে তা সমাধান দেওয়া হবে। এর পাশাপাশি আমাদের সাথে সবসময় যুক্ত থেকে শিক্ষার্থীরা আইটি সেক্টর নিয়ে ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করে শেখার পাশাপাশি আর্থিক আয় উপার্জন করতে পারবে। ফলে তারা নিজেদের কাজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে।


একটিভ ফ্যামিলির নিয়মাবলীঃ

১। অবশ্যই শিক্ষার্থীর শেখার আগ্রহ থাকতে হবে।
২। বাসায় ইন্টারনেট সংযোগসহ নিজস্ব ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে।
৩। ক্লাসে যথাসময়ে উপস্থিতি থাকা এবং ক্লাস টাস্ক সম্পন্ন করার ইচ্ছে থাকতে হবে।

একটিভ ফ্যামিলি

* চিহ্ন দেওয়া ফিল্ডগুলো অবশ্যই পূরন করতে হবে।


    একটিভ ফ্যামিলি সম্পূর্ণ করা ব্যাচ

    লগ ইন